শনিবার, ২৪ এপ্রিল, ২০১০

Articles সালাত
অগ্রিম মসজিদে যাওয়ার ফযীলত
Author: , Published on 22 December, 2008
عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم:

“…….لو يعلمون ما في التهجير لاستبقوا إليه……”

[رواه البخاري: 615 ومسلم: 981]

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“আর তারা যদি জানতো অগ্রিম নামাযে আসার ফযীলত কত বেশী, তাহলে অবশ্যই তারা আগেই (নামাযের জন্য) আসতো।”

[বুখারী: ৬১৫, মুসলিম: ৯৮১]

কোন মন্তব্য নেই: