সোমবার, ১৯ অক্টোবর, ২০০৯

বাংলাদেশ থেকে লন্ডনে নতুন আসা শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়েই চলেছে


--------------------------------------------------------------------------------



লিখেছেন : সকাল ১১ অক্টোবর (রবিবার), ২০০৯ ৬:২৪ অপরাহ্ন





বাংলাদেশ থেকে লন্ডনের কলেজগুলোতে আগত নতুন শিক্ষার্থীদের দুর্ভোগ দিন-দিন বেড়েই চলেছে। নগরীর পথে-পথে দিনের পর পর দিন ঘোরাঘুরি করে ন্যুনতম মুজুরীর বিনিময়েও একটি কাজ না পেয়ে অনেকে মানসিক ভাবে ভেঙ্গে পড়ছেন। অসমর্থিত এক খবরে প্রকাশ, পূর্ব লন্ডনের ইস্টহ্যাম এলাকাতে বাসরত এক ছাত্র চরম হতাশায় নিম্মজিত হয়ে আত্মহত্যা করেছেন। বিস্তারিত...

কোন মন্তব্য নেই: